~সর্দার এম ই হক /~Sarder M E Haque
মোঃ ইউসুফ আলী / Md. Yusuf Ali
আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কিছু সহজ ও ফজিলতপূর্ণ সূরা
(কুরআন ১০৮:১-৪)
বলুন, তিনি আল্লাহ, একক;
আল্লাহ অমুখাপেক্ষী;
তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি;
আর তাঁর কোনো সমকক্ষ নেই।
Say, "He is Allah, [who is] One,
Allah, the Eternal Refuge.
He neither begets nor is born,
Nor is there to Him any equivalent."
এই সূরাটি পাঠ করলে তা কুরআনের এক-তৃতীয়াংশের সমান সাওয়াব পাওয়া যায়।
(কুরআন ১০৯:১-৫)
বলুন, আমি আশ্রয় নিচ্ছি ভোরের পালনকর্তার,
তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,
অন্ধকার যখন ঘেরাও করে তার অনিষ্ট থেকে,
গিরায় ফুঁ দেয়া জিনদের অনিষ্ট থেকে,
এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
Say, "I seek refuge in the Lord of daybreak
From the evil of that which He created
And from the evil of darkness when it settles
And from the evil of the blowers in knots
And from the evil of an envier when he envies."
এই সূরাটি পাঠ করলে জিন, শয়তান ও দৃষ্টি দোষ থেকে আল্লাহর নিকট আশ্রয় লাভ করা যায়।
(কুরআন ১১০:১-৬)
বলুন, আমি আশ্রয় নিচ্ছি মানুষের পালনকর্তার,
মানুষের অধিপতির,
মানুষের উপাস্যের,
লুকিয়ে কুমন্ত্রণাদাতা শয়তানের অনিষ্ট থেকে,
যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়,
জিন ও মানুষ থেকে।
Say, "I seek refuge in the Lord of mankind,
The Sovereign of mankind,
The God of mankind,
From the evil of the retreating whisperer,
Who whispers [evil] into the breasts of mankind -
From among the jinn and mankind."
এই সূরাটি পাঠ করলে অন্তরে কুমন্ত্রণা দেওয়া শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় লাভ করা যায়।
(কুরআন ১০৮:১-৩)
নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি,
সুতরাং আপনার পালনকর্তার উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানী করুন;
নিশ্চয় আপনার শত্রুই বংশহীন।
Indeed, We have granted you, [O Muhammad], al-Kawthar.
So pray to your Lord and sacrifice [to Him alone].
Indeed, your enemy is the one cut off.
এই সূরাটি কুরআনের সবচেয়ে ছোট সূরা, পাঠ করলে কিয়ামতের দিন হাউযে কাওসার থেকে পানি পান করার সৌভাগ্য হবে।
প্রতিদিন এই চারটি সূরা (ইখলাস, ফালাক, নাস ও কাওসার) পাঠ করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, শয়তানের ক্ষতি থেকে আশ্রয় পাওয়া যায় এবং কিয়ামতের দিন মহান পুরস্কার লাভ করা যায়।